রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাগত ১৪ ইস্ট বেঙ্গল জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম (পিপিএম-বার, পিএসসি) এবং বিদায়ী সিক্স বেঙ্গল জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা (পিএসসি)।
সভায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হেডম্যান-কারবারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত জোন কমান্ডার পাহাড়ে আঞ্চলিক দলের চাঁদাবাজি, মাদকদ্রব্যের সরবরাহ ও ক্রয়-বিক্রয়, অপহরণসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা ও একইসঙ্গে বাঘাইহাট থেকে সাজেক পর্যন্ত পর্যটক যাতায়াতের নিরাপত্তা জোরদার করা এবং পাহাড়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা জোনকে সহযোগিতার আহ্বান জানান।