শনিবার, মার্চ ২৫News That Matters

বান্দরবানের রোয়াংছড়িতে নারীকে ধর্ষণের পর হত্যা

শেয়ার করুন:

 

বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড মহিলা কার্বারী পাড়া চুই রং মা মার্মা (৩৯) নামের এক নারীকে ধর্ষণ করার পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একাটি জুম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার থুইসাপ্রু মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং মা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাতে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে বাগানে গাছ কাটতে যাওয়া শ্রমিকেরা একা পেয়ে ঐ নারীকে ধর্ষণ করে লাশটি পাহাড়ের খাদে ফেলে রেখে পালিয়ে গেছে।

নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা জানান, প্রতিদিনের মতো চুই রং মা মার্মা সকাল ৮টার দিকে জুমঘরের উদ্দেশ্যে বের হন, কিন্তু সন্ধ্যয় বাড়ীতে না ফেরার কারনে তার সন্তানেরা খোঁজাখুজি করে শেষে জুম ঘরের পাশে রাতে গলা কাটা লাশ খুঁজে পায়।পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *