খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ৯ দিনের ভারি বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে ১ হাজারের উপ-র পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে সড়কের বিভিন্ন অংশ।
কবাখালী ইউপি’র চেয়ারম্যান নলেজ চাকমা জানান, আমার ইউপিতে ৪শ শতাধিক পরিবারের উপরে পানি বন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবার গুলো নিজেদের আত্নীয় সজনের বাসায় অবস্থান করছে। আমাদের আশ্রয় কেন্দ্রে এখনো কেউ অবস্থান করেন নি।
মেরুং ইউপি’র চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী) জানান, আমার ইউপি’তে অন্তত ৬শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়ছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়ে ২৫ পরিবার।
উল্লেখ যে, সারাদেশের সাথে সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।