রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি (দুদক)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় ও উপজেলা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন করে অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে।
জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর হতে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মসহ নানান অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সজেকা রাঙামাটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার বিহীন কৃষি বিভাগের রেষ্টহাউজ সংস্কার, বাসভবন সংস্কার, অফিসের ভুয়া বিল ভাউচার ও অফিসের বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের অভিযোগ রয়েছে দুদকের হাতে।
এসময় নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণপূর্বক উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান নিয়মবহির্ভূত, ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার ছাড়া শুধুমাত্র তার পছন্দের কোম্পানি এসিআই সিডস, এসিআই থেকে ৫৪ লক্ষ টাকার বীজ সংগ্রহ করে এবং স্থানীয়ভাবে কোন কোটেশন ছাড়া অভিযোগে উল্লেখিত একজন ব্যক্তির নিকট থেকে আনারসের বীজ সংগ্রহ করে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযোগের বিষয়সমূহ বিশদভাবে যাচাইয়ের জন্য টিম কর্তৃক প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক ঢাকা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে মিডিয়াকে জানানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সরওয়ারের নেতৃত্বে ৪ সদস্য একটি টিম রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করেন।