বাংলাদেশ কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা কৃষক লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কাপ্তাই উপজেলা শাখার কমিটির সভাপতি মাহাবুব আলম তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখা কমিটির সভাপতি অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
সংগঠনের কাপ্তাই উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন কুমার বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক কচি, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।