রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্রীস্টিয়ান হাসপাতালের পাশে অবস্থিত খাঁন সাহেবের মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শৈফু খিয়াং (৬০) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের তোন খিয়াং এর পুত্র বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা। তিনি পেশায় কারেন্ট এর মেকানিক।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২ টার কিছু সময় পড় এই ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য জুয়েল চাকমা।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, দুপুর আড়াইটার দিকে শৈফু খিয়াংকে হাসপাতালে আনা হলেও এর আগে উনার মৃত্যু হয়।
কাপ্তাই থানার ওসি মো: মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাবার পর পুলিশ হাসপাতালে যান। এই ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হবে এবং লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।