রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীর কলমপতি কাঠব্যবসায়ী সমিতি / পলাতক আ.লীগ নেতারা, অফিসে বিক্ষুব্ধদের তালা, ১৬ বছরের হিসাব আর নতুন কমিটি দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৬, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে কাউখালী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা-ঢাকা দিলে কাউখালী কাঠব্যবসায়ী সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সমিতির সিংহভাগ পরিচালক আওয়ামী লীগ নেতার্কমী হওয়াতে বর্তমানে সমিতির বিগত ১৬ বছরের হিসাব নিয়ে প্রশ্ন তুলছেন সদস্যরা। অবশ্য সরকার পতনের পর থেকেই সমিতির অফিসটি তালাবদ্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ সদস্যরা।

তবে কলমপতি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইমাম উদ্দিনের দাবি- ৫ আগস্টের পরে শুধুমাত্র সমিতিটি দখলে নিতেই বিনএপি নেতাকর্মীরা তাদের মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে সমিতি দখলে নিয়েছে। সমিতিটিতে বর্তমানে এক কোটি টাকার বেশি স্থায়ী সম্পত্তি রয়েছে। তারমধ্যে গাছের বাগান রয়েছে ১৭ একর, ধানি জমি রয়েছে ২০ শতক, ব্যাংকে জমা আছে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।

তিনি আরো বলেন- এই সমিতিটিতে ৭৫০ জন সদস্য রয়েছে। এরমধ্যে সকল দলের সমর্থক রয়েছে। ৫ আগস্ট দুপুরে সমিতির বিএনপি সমর্থিত ৬/৭ জন সদস্য এসে সমিতির অফিস বন্ধ করতে হুমকি দেন। এরপরই তারা অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। ৭ আগস্টের পর থেকে কাউখালী উপজেলা বিএনপির নেতাদের সাথে কয়েকদফা কথা বলা হয়েছে, যাতে সমিতির কার্যক্রম পরিচালনা করা যায়। কিন্তু বিষয়টি উল্টো বর্তমান কমিটিকে পদত্যাগ করতে জোড়জবরদস্তি করা হয়। এরইমধ্যে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করলে বর্তমানে সমিতিটি বিএনপি সমর্থিত সদস্যের দখলে চলে যায়। এবং নিয়মিত হিসাব ছাড়াই সমিতির টাকা উত্তোলন করছে বলে দাবি বর্তমান সভাপতি ইমাম উদ্দীনের।

অন্যদিকে কলমপতি কাঠব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মোতালেব মেম্বার ও সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার নির্দেশে কাঠব্যবসায়ী সমিতির বিএনপি সমর্থিত সদস্যরা দখলে নিয়ে প্রতিদিন সমিতির নামে ও বিভিন্ন খাতে টাকা উঠাচ্ছে। কিন্তু সেই টাকা সমিতির ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজেরাই ভাগবাটোয়ারা করছেন।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন  কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব মেম্বার। তিনি বলেন, কলমপতি কাঠব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইমাম উদ্দীন ও সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দীন ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে দীর্ঘ ১৬ বছর রাজত্ব করেছে। ৫ আগস্টের আগে ছাত্র আন্দোলনে সরাসরি কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে তারা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সহ ছাত্রদের বাঁধা ও বিভিন্ন হুমকি দিয়েছে।

শুধু তাই নয়, বিগত ১৬ বছরে যত নির্বাচন হয়েছে সব কটিতে তারা কেন্দ্র দখলসহ সাধারণ মানুষকে মারধর করেছেন বলে তারা আজ এলাকা ছাড়া হয়েছেন। তিনি বলেন- আওয়ামী লীগের তো সহ-সভাপতি থেকে শুরু করে অনেকেই এলাকায় এখনও আছেন। আমরা যদি এলাকা ছাড়তে বাধ্য করে থাকি তাহলে কী করে অন্যরা এলাকাতে আছেন। সত্যিটা হলো ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তারা দীর্ঘদিন সমিতিটাকে লুটেপুটে খেয়েছেন। এখন হিসাব দিতে হবে। সদস্যরা হিসাব চাইছে। তাই তারা বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট গুজব রটাচ্ছে।

তাহলে কারা সমিতির টাকা তুলছে প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপির কেউ সমিতির টাকা তুলছে না। এটি কোন রাজনৈতিক সমিতি না। ব্যবসায়ীদের টাকা ব্যবসায়ীরা জানে টাকা কাকে দিচ্ছে। আর এই টাকার জিম্মাদারতো বর্তমান কমিটি। আমি একজন সমিতির সদস্য। এই টাকার ভাগ আমারও তো আছে। তাই আমিও ফ্যাসিস্ট সরকারের দোসরদের থেকে সমিতি উদ্ধার করে একটি আহবায়ক কমিটি করার অনুরোধ জানাই প্রশাসনের কাছে।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসের বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে দীর্ঘ ১৬ বছরে তারা শুধু সমিতিটা না, পুরো কাউখালীটাকে লুটেপুটে খেয়েছে। আর এখন যখন সব পাপের হিসাব সদস্যরা চাইছে, তখনি তারা এলাকা ছেড়ে পালিয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিথ্যাচার করছে। এসবের সাথে কোন বিএনপি নেতাকর্মী জড়িত না। যদি কেউ জড়িত থাকে আমি সাংগঠনিক ব্যবস্থা নিবো।

সমিতির সদস্য মোঃ ইব্রাহিম বলেন, ৫ আগস্টের আগে সৈরাচারি সরকারের আমলে পেশী শক্তির ব্যবহার করে নির্বাচনে ব্যালট ছিনিয়ে নিয়ে বর্তমান কমিটি সমিতির দায়িত্ব গ্রহন করে। সারা বাংলাদেশে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে দেশে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এর ধারাবাহিকতায় গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্র সমিতির সম্পদ ও সদস্যদের অধিকার রক্ষার জন্য পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের অপেক্ষায় রয়েছি। এছাড়াও বিগত সময়ের দায়িত্ব পালনকালে সমিতিতে কী কী উন্নয়ন হয়েছে ও সম্পদ অর্জন হয়েছে এর হিসাব দিতে হবে। পাশাপাশি ৫ আগস্টের পর সমিতির নামে যে টাকা তোলা হচ্ছে তার হিসাব দিতে হবে।

৫ আগস্টের পর সমিতির হিসাব রাখা দায়িত্বে থাকা মোঃ আব্দুল্লাহ তুহীন বলেন, আমাকে বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ট সদস্যগণ এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন সমিতির খাতের গাড়ির হিসাব রাখার দায়িত্ব দিয়েছে। গত তিন/চার মাসে যত টাকা সমিতির আয় হয়েছে সব হিসাব আমাদের কাছে আছে। ৭৫০ জন সদস্যের টাকার কোন নয়ছয় হবে না।

কাউখালী উপজেলা সমবায় কর্মকর্তা রমারানী দাস জানান, কলমপতি কাঠ ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটিতে ৭৫০ জন যারা সদস্য আছেন তারা যদি তাদের পদত্যাগ চান এবং যদি ছয় সদস্যের কমিটি থাকে, তাদের মধ্যে চার জনও যদি পদত্যাগ করে, অবশ্যই নতুন করে আহ্বায়ক কমিটি বা নির্বাচন দিতে আমাদের কোন সমস্যা নাই। আমরা দ্রুত বিষয়টা নিয়ে আলোচনা করবো।

এদিকে সাধারণ সদস্যরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে এই কমিটিকে বাতিল করে নতুন একটি কমিটি দিতে হবে। পাশাপাশি বিগত দিনের সম্পদের হিসাব দিতে হবে।  কাঠব্যবসায়ী অফিস বন্ধ থাকলেও ব্যবসাতো বন্ধ নাই। তাই সেই টাকা কোথায় যায় সেই হিসাবও সদস্যদের দিতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিশ্ব কার্বারী পূণরায় চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে নতুন দুই মুখ

পাহাড়ে ধসের ঝুকি বেড়েছে রাঙামাটিতে; প্রশাসনের মাইকিং

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাংবাদিক এম.কামাল উদ্দিনের বড় ভাইয়ের মৃত্যু

২০ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় সোয়া ৯ কোটি টাকার ক্ষতি

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

নানিয়ারচরে ৩৬১ জনকে ৯টি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে 

খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র শেষ পথসভায় জনসমুদ্র

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভিসি হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের যোগদান

%d bloggers like this: