কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় গরু চোর চক্রের এক সদস্যকে আটক করা হযেছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেম্পল প্লট এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয় এবং শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্যকে আটক করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐদিন রাতে উপজেলার ইসলামপুরের বাম বাগান এলাকার মোঃ নুরুল হুদার গোয়াল ঘর থেকে ১ লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ২ টি গরু চুরি হয়। পরদিন গরুটি চেম্পল প্লট এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ীর সামনে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইসলামপুরের চেম্পল প্লট এলাকা থেকে চুরি হওয়া গরু ২ টি উদ্ধার করে এবং শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্য জিয়াকে আটক করে। আটক জিয়া (২০) ইসলামপুরের বাম বাগান এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে গরু চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।


















