পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত টেক সই সামাজিক প্রকল্পভূক্ত রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনায় বক্ত্যরা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত বিশ্বের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেব। এ অজর্ন করতে হলে আমাদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষাব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা এসব অর্জন পেতে পারি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীনা দেওয়ান, রাজীব কুমার দে, ধনজ্যোতি চাকমা। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, উম্যানু মারমা, মংসাইনু মারমা, নুসরাত জাহান নিশি, থুইনুমং মারমা।