কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল মংগলবার সকাল ১০ টায় জাতীয় কন্যা শিশু দিবস -২০২২ ইং পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, থানার প্রতিনিধি পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুল হালিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসানা হেনা।
এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, বেতছড়ি মহিলা উন্নয়ন সমিতির ম্যানেজার ফরিদা পারভীন সহ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন কিশোর কিশোরী ক্বাবের সদস্য বৃন্দ।
পরে আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার ২ টি মহিলা সমিতি কে চেকের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত সমিতি গুলো হলো উত্তর নাইল্যাছড়ি মহিলা উন্নয়ন সমিতি, বেতছড়ি মহিলা উন্নয়ন সমিতি।
অন্যদিকে পরে উপজেলা গেস্ট হাউজে ইউএনও নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী মুক্তি যোদ্ধাের হাতে মুক্তি যোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রেরিত মুক্তি যোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারী মুক্তি যোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা গনের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধা গনের পরিবার সদস্য, সদস্যা গন উপস্থিত ছিলেন।