মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির সঙ্গীত বিদ্যালয় সুর নিকেতনের উদ্যোগে দেশের গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের তবলছড়ি কন্ট্রাক্টর পাড়ায় সঙ্গীত বিদ্যালয় সুর নিকেতনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও অন্যান্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সরকারী কলেজের অধ্যাপক রনজিৎ বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এতে দেশের গান, কবিতা আবৃত্তিতে অংশ নেন, যথাক্রমে রিতু দাস, প্রিয়ম দাস, আইয়ুস বিশ্বাস, আরাধ্য দেবী গুর্খা, প্রত্যাশা দে, অন্বেষা দে, নন্দিনি দে, রিসিয়া ত্রিপুরা, এস ইউ মারমা, অদ্বিতীয়া ত্রিপুরা, নির্ময় চৌধুরী, ইষান দে, অংকিতা দে, অনন্যা দত্ত, অপু দে, শুভ দে প্রমুখ।