খাগড়াছড়ি মানিকছড়িতে টানা ৫ দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে আসতে ৬ আগষ্ট রবিবার মাইকিং করেছে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট।
মানিকছড়ি উপজেলার যুব রেড ক্রিসেন্টের যুবনেতা থোয়াই অং প্রু মারমা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে যুব সদস্যরা মানিকছড়ি সদর, রাজপাড়া, মুসলিম পাড়া, পুরাতন উপজেলা, গুচ্ছ গ্রাম ও হাজি পাড়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সচেতনতামূলক প্রচারণা অব্যহত হয়েছে। এবং যেকোনো দূর্ঘটনায় সাড়া প্রদানের জন্য যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত টীম প্রস্তুত আছে বলে তিনি জানান। বঙ্গোপসাগরে নিম্ন লঘুচাপের কারণে চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামে এর প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ের পাদেশে ১০ হাজারেরও বেশি পরিবারের অপরিকল্পিত বসবাস করছে। যা অধিকাংশই মানিকছড়ি সদরের আশপাশে।
টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় পরিবারগুলো এখন প্রবল ঝুঁকিতে রয়েছে। অপরিকল্পিত ভাবে অতিরিক্ত পরিমাণে পাহাড় কাটার ফলে পাহাড়ে মাটির ওপরের রক্ষাস্তর সরে গিয়ে ভেতরের নরম অংশ বেরিয়ে আসে। এর ফলে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড়ে ফাটল তৈরি হয়। এ অবস্থায় বর্ষার ভারী বর্ষণে পাহাড়ের ফাটলে পানি ঢুকে পাহাড় ধস হয়ে থাকে। আর পাহাড়ের নিচে যারা বসবাস করছে তারা এমুহূর্তে ঝুকিতে রয়েছেন।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাহাড় ধসের ঝুঁকিতে থাকা সব বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে। পাহাড় ধস ও ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।