রোববার (১৭ আগস্ট ২০২৫ খ্রি.) সকাল ১১টা ৫০ মিনিটে মহালছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে “বৃক্ষরোপণ অভিযান-২০২৫” উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা জনাবা শাহীনা আক্তার। এছাড়াও বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এসময় আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সকল সদস্যদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।