উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় কাপ্তাই উপজেলায় মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী হস্তান্তর করা হয়।
রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো মনিরুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা।
উল্লেখ্য যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।