আজ সোমবার বিকেল ৫.০০ ঘটিকায় রাঙামাটি প্রেস ক্লাবের হল রুমে এক বর্ণাঢ্য আয়োজনে রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও সাবেক রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়া, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও শহীদ আব্দুল আলী একাডেমির পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দীন, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিন,সাবেক খেলোয়াড় ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাবেক খেলোয়াড় ও জেলা আম্পায়ার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান,সান রাইজ ক্লাবের সভাপতি খোরশেদুল আলম, শাপলা ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃফারুক, সজীব স্মৃতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃশরিফুল আলম সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।