কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য আয়োজন করা হয় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ইসলামাবাদ ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথির মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল ও ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব আজাদ প্রমুখ।
ফ্রী মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের পূর্ব গজালিয়া, মধ্যম গজালিয়া, রাজঘাট, পশ্চিম গজালিয়া এবং ভোমরিয়াঘোনা সহ আশপাশের এলাকা থেকে প্রায় ৭০০ নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদল সভাপতি শফিউল আলম তাজ, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদল সদস্য নেজাম উদ্দিন নেজাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সগির আহমেদ, ওয়ার্ড যুব দল সাধারণ সম্পাদক রমজান মাঝি, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।