কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোহাম্মদ সোহেল পাটোয়ারী তার সাথে ছাত্রদল বা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন সম্পৃক্ততা নাই বলে বিজ্ঞপ্তি প্রকাশ করছে কাপ্তাই উপজেলা বিএনপির। ২৫ আগস্ট ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোহেল পাটোয়ারী, পিতা মোহাম্মদ আলী, সাং বাদশা মাঝির চন্দ্রঘোনা কাপ্তাই চট্টগ্রাম, সাথে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নাই।
বিজ্ঞপ্তি তে আরো জানানো হয়, তার দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহন করবে না। সে যদি ছাত্রদল বা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কোন অপরাধে অভিযুক্ত থাকে তাকে প্রচালিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য: মোঃ সোহেল পাটোয়ারী’র বিরুদ্ধে গতকাল তার নিজের এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।