রাঙামাটির রাজস্থলীতে আসন্ন প্রেসক্লাব নির্বাচনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামী ২৫ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে রাজস্থলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হয়ে উঠেছে।
রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠনের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল গত ১৬ অক্টোবর। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ অক্টোবর ছিল মনোনয়নপত্র বিক্রির দিন, আর ২২ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যায়। পরদিন ২৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যানার, পোস্টার ও লিফলেটের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। রাজস্থলী উপজেলার সাংবাদিক সমাজ ছাড়াও স্থানীয় সর্বস্তরের মানুষের দৃষ্টি এখন প্রেসক্লাবের এই নির্বাচনের দিকে। কে জিতবেন শীর্ষ পদে — তা নিয়ে চলছে তুমুল আলোচনা ও জল্পনা।
নির্বাচনী সূত্রে জানা গেছে, এবার মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১০ সদস্যের কমিটি গঠন করা হবে। তবে ১০টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন —
চাথোয়ামং মারমা, সিনিয়র সহ-সভাপতি
মিন্টু কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক
উচ্চপ্রু মারমা, যুগ্ম সম্পাদক
নুশরাত জাহান নিশু, কোষাধ্যক্ষ
বাকি গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এ বিষয়ে রাজস্থলী প্রেসক্লাব নির্বাচনী কমিশনার হারাধন কর্মকার বলেন,“নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছি।”
প্রেসক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা বলেন, “রাজস্থলী প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্যের প্রতীক। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে—এটাই গণতান্ত্রিক ধারার সৌন্দর্য।”
অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী মো. আজগর আলী খান বলেন, “আমি বিশ্বাস করি, সদস্যরা উন্নয়নমূলক কর্মকাণ্ড, ঐক্য ও পেশাদারিত্বের পক্ষে ভোট দেবেন।”
আরেক প্রার্থী মো. আইয়ুব চৌধুরী বলেন,“আমি রাজস্থলীর সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই। সবার সহযোগিতা পেলে প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে পারব।”
রাজস্থলী প্রেসক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় এখন পুরো উপজেলা। সাংবাদিক মহলে আশা—স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এ বছরের সবচেয়ে আলোচিত এই নির্বাচন।