রাঙামাটি জেলার কাউখালী উপজেলার এডিপি ২০২১- ২০২২ ইং অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের সামগ্রী বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের হাতে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে দেওয়া হয়।
কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরীর সভাপতিত্বে এডিপির সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জামশেদুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা প্রকৌশলী মোঃ নাজিম উদ্দীন, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, পিআইও আবু হেলান, নবাগত পিআইও ফজলুল করিম এবং এলজিইডি কাউখালীর এসইও ধর্ম মোহন চাকমা, মোঃ ইলাহী, মোঃ ফয়সাল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগীরা।
পরে অতিথিরা বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগীদের হাতে ১৮ টি সেলাই মেশিন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল ব্যাগ ৫৩০ টি, পাম্প মেশিন ৬ টি তুলে দেন।