যথাযোগ্য মর্যাদায় রাঙামাটির নানিয়ারচরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নানিয়ারচর কেন্দ্রিয় শহিদ মিনার,বঙ্গবন্ধু মুরাল এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ হতে পুষ্পার্ঘ্য অর্পণের পর পর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ- ফজলুর রহমানের সভাপতিত্বে নানিয়ারচর জোন সুদক্ষ দশের জোন কমান্ডার এস এম রুবাইয়াত হুসাইন পি এস সি,উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ, নানিয়ারচর থানার ওসি, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ