কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমীর ৫ম শ্রেণীর বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১২টায় একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং অধ্যক্ষ মুহাম্মদ হারুন উর রশিদ এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.মোজাম্মেল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.হানিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান, এবং কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন।
এতে আরো বক্তব্য রাখেন বিএফআইডিসি প্রাঃবিঃ প্রধান শিক্ষক মো.ইউসুফ, অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম, একাডেমী কমিটির সদস্য ওয়াজিউল্লাহ, আমির হোসাইন সহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও কেক কেটে বিদায় সংবর্ধনা দেয়া হয়।