খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফজর আলী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্য রাতে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রশিক নগর এলাকায় আসামীর নিজ বাড়ি থেকে ফজর আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী একই এলাকার আলাল খাঁর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল উপজেলার রশিক নগর এলাকায় ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেয় ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয় অতঃপর লাশ রিং টিউবওয়েলের গভীর কোয়ায় ফেলে রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের লাশ উদ্ধার করে।
ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান আসামী। পরবর্তীতে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।