কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসাপাতাল পিএলসি এর বিশেষ সাধারণ সভায় গতকাল মঙ্গলবার (১৭জুন) সকাল দশটায় চুনতি হোটেল মিডওয়ে ইনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ইজিএমে সভাপতিত্ব করেন জমজম হাসাপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মঞ্জু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জমজম হাসাপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক এনামুল হক মঞ্জু।
অনুষ্ঠিত এজিএমে হাসপাতালের আয় ব্যয় সহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিম। অনুষ্ঠানে উপস্থিত হাসপাতালের শেয়ারহোল্ডারগণ বিভিন্ন প্রশ্ন উত্তর ও আলোচনা পর্যালোচনা মাধ্যমে প্রাণবন্ত পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এসময় পরিচালক এবং শেয়ার হোল্ডারদের মধ্য হতে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জি,এ,এম আশেক উল্লাহ, আবুল আহমদ, এহছানুল আনোয়ার, মোঃ গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এনামুল হক মঞ্জু বলেন জমজম হাসাপাতাল কক্সবাজার ও দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বেসরকারী হাসপাতাল। এই হাসপাতালের সেবার মান ও ঐতিহ্য সর্বমহলে সমাদৃত এই হাসপাতালের সুনাম ধরে রাখতে হলে ডাক্তার নার্স এবং কর্মচারীদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারদের ঐক্যবদ্ধভাবে হাসপাতালের উন্নত সেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে যেন প্রাইভেট মেডিকেল কলেজ করা যায় তার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। হাসপাতালে আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের অত্যাধুনিক সেবা দানকারী হাসপাতাল হিসাবে পরিণত করতে হবে। জি,এ,এম আশেক উল্লাহ বলেন আমরা সকলেই চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে এই হাসপাতালকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সভার দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য শেয়ারহোল্ডারগণ হাসপাতালের ১৩ জন পরিচালক নির্বাচিত করেন। পরিচালকরা হলেন: অধ্যাপক এনামুল হক মঞ্জু, ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ গোলাম কবির, মাওলানা মোঃ আব্দুল করিম, জি.এম রুকুন উদ্দীন, কৃষিবিদ শামসুদ্দিন আহমদ, জালাল আহমদ, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন, এহসানুল আনোয়ার, আ.ন.ম. শহিদুল ইসলাম, এস এম ফখরুল আনাম ও শহিদুল আনোয়ার হক ।
বিশেষ সাধারণ সভা শেষে একইদিন বিকাল ৩ টায় হোটেল মিডওয়ে ইনে জমজম হাসপাতালের নব- নির্বাচিত ১৩ জন পরিচালক নিয়ে ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অধ্যাপক এনামুল হক মঞ্জুকে চেয়ারম্যান, মোঃ গোলাম কবিরকে এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও, মোঃ সিরাজুল ইসলামকে ভাইস-চেয়ারম্যান, মাওলানা মোঃ আবদুল করিমকে ব্যবস্থাপনা পরিচালক ও জি,এম রুকুন উদ্দীনকে ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত করা হয়েছে। উক্ত মিটিং সঞ্চালনা করেন জমজম এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ গোলাম কবির।