রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আঁখের রস বিক্রেতার নিকট থেকে চাঁদা দাবি করার সময় দীপন চাকমা নামের এক পাহাড়ি যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি রস বিক্রেতার কাছে ২০ হাজার টাকা দাবি করে বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে। আটককৃত দীপন চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বড় কাট্টলী গ্রামে হলেও বর্তমানে তিনি শহরের কলেজ গেইট এলাকায় বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপন চাকমা নামে ওই যুবক স্টেডিয়াম এলাকায় সাগর চাকমা নামের এক আঁখের রস বিক্রেতার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আঁখের রস বিক্রেতা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার রস মেশিন নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দোকানদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দীপনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দীপন চাকমা ৫-৬ জনের একটি গ্রুপে সক্রিয়ভাবে চাঁদাবাজিতে জড়িত। তারা কখনো ইউপিডিএফ (গণতান্ত্রিক) আবার কখনো জেএসএস (সংস্কার) দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।