বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সবচেয়ে বড় ঝুঁকি ‘গুজব’-রাঙামাটি জেলা প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৯, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস বয়স থেকে নবম শ্রেণি পর্যন্ত (১৫ বছর বয়সী) শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান শুরু হবে। এরমধ্যেই চলছে স্বাস্থ্য বিভাগের প্রচারণা। তবে গুজব’কে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সবচেয়ে বড় ঝুঁকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভায় এ আহবান জানান জেলা প্রশাসক। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর এই সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিস অনসূয়া বড়ুয়া ভাচুয়েলি যুক্ত হয়ে  টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি উপস্থিত ওডিয়েন্স ও অংশ গ্রহনকারী প্রিন্ড ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও মাঠ পর্যায়ে এ কর্মসুচির প্রস্তুতি তুলে ধরেন সিভিল সার্জন নূয়েন খীসা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক, ইসলামিক ফাউণ্ডেশনের রাঙামাটির উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন প্রমুখ।

‎কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রচার করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রচারে সাংবাদিকদের করণীয় অত্যন্ত জরুরি। সাংবাদিকদের সহযোগিতায় গুজবকে নিরসন করা সম্ভব। মানুষ মনে করে টাইফয়েড ও যক্ষা পৃথিবী থেকে চলে গেছে। আসলে তা ঠিক নয়। টাইফয়েড ও যক্ষা এখনো রয়ে গেছে। তাই এই বিষয় গুলো নিয়ে আমাদের আরো সচেতন হতে হবে। জেলার প্রতিটি শিশুকে টাইফয়েড টিকাদান এর আওতায় নিয়ে আসতে হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।

‎রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা বলেন, নিরাপদ পানি, সেনিটিশন ও স্বাস্থ্য সচেতন হলে টাইফয়েড থেকে রক্ষা পাওয়া সম্ভব।স্বাস্থ্যবিধি মেনে না চললেই টাইফয়েড রোগে আক্রান্ত হয়। টাইফয়েড একটি ব্যাকট্রেরিয়া জনিত রোগ। নিন্মমানের স্বাস্থ্যবিধির কারনেও টাইফয়েড হতে পারে। তাই ৯ মাস বয়সী শিশুদের টাইফয়েড টিকা দিতে হবে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের টাইফয়েড টিকার আওতায় আনতে সরকার পদক্ষেপ নিয়েছেন। আগামী ১২অক্টোবর হতে ১৩ নভেম্বর সারা দেশব্যাপী টাইফয়েড টিকা প্রদান করা হবে।

রাঙামাটি ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইকবাল বাহার বলেন,টাইফয়েড টিকাদান নিয়ে যেন কেউ গুজব ছড়াতে না সে দিকে সবার নজর রাখতে হবে। আপনাদের লেখনির মাধ্যমে টাইফয়েড টিকাদান আরো প্রসারিত হবে এই প্রত্যাশা করছি। ইতিমধ্যে আমরা  মসজিদের খতিব, ইমাম মোয়াজ্জেম, কেয়াং এর বনভান্তে, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইনের গুরুত্ব ও এবিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

‎প্রেসক্লাবে সভাপতি আনোয়ার আল হক বলেন, টাইফয়েড টিকাদানকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারন বাংলাদেশসহ বিশ্বের শিশুা অকালে মৃত্যু বরণ করছে। টাইফয়েড টিকাদান বিষয়ক তথ্য সমূহ আমরা বেশি বেশি প্রচার করবো। ১০ লক্ষ শিশুর প্রাণ বাঁচাতে আমরা প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা টাইফয়েড ও যক্ষা টিকাদান বিষয়ক জনগণের সামনে তুলে ধরবো। কর্মশালায় স্থানীয় সংবাদকর্মীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্য নেতৃত্ব অংশ গ্রহন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: