খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত সুইজ গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ লা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় রামগড় উপজেলার সোনাইআগা পরিত্যক্ত একটি সুইজগেইটের খালে সহপাঠিদের নিয়ে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর নবী (১৩) রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো: লিটন এর ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র।
নিহতের মামা ইসমাইল হোসেন জানান, সহপাঠীদের নিয়ে সুইজগেইটে গোসল করতে নামে গেইটের নিম্নাংশের গভীর ডোবাতে ডুবে যায় পরে সহপাঠীদের আত্মচিৎকারে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান।
রামগড় থানার উপ-পরিদর্শক রায়হান জানান, পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।