রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) মুল দল সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)র ২০ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় শিজক বটতলা কমিউনিটি সেন্টারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে বাঘাইছড়ি উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সদস্য পুলক জ্যাোতি তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির থানা সদস্য শান্তি বিজয় চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি ম্রানু মারমা।
সভায় পিয়েল চাকমাকে পুনরায় সভাপতি ও চীবরন চাকমাকে সাধারণ সম্পাদক এবং উদ্দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















