শনিবার, মার্চ ২৫News That Matters

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

শেয়ার করুন:

 

কাপ্তাই থানা পুলিশ উপজেলার বড়ইছড়ি ও শীলছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দু’জন পলাতক আসামীকে আটক করেছে গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে।

আটক আসামীদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই রাকিবুল হাসান, এসআই ইখতিয়ার হোসেন, এএসআই আজাদ হোসেন, এএসআই সরোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় এবং শুক্রবার ভোর প্রায় ৫ টায় উপজেলা সদর বড়ইছড়ি ও শীলছড়িতে পৃথক অভিযান চালায়।

এসময় তারা জিআর মামলা নং- ৩২৯/১৮ এবং জিআর মামলা নং-৫৬১/২০২০ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মজিব প্রকাশ চৌধুরী (৩৭), পিতা- দ্বীন মোহাম্মদ, গ্রাম- কাঁঠালতলী, কাপ্তাই প্রজেক্ট এলাকা’কে এবং মোঃ আব্দুল মান্নান(৩৮), পিতা- আব্দুল মালেক, সাং- ঢাকাইয়া কলোনী, কাপ্তাই নতুন বাজার, উপজেলা- কাপ্তাই’ কে আটক করতে সক্ষম হয়।

তারা উভয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। আটক আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *