রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বটতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হারেছ- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো: হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির রাঙামাটি সদর পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো: ইউনুছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নাজিম উদ্দিন।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং নৈতিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”
তারা আরও বলেন, গ্রামীণ পর্যায়ে শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।