কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাতদল। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতি ও অপহরণের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলযোগে দু’আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তারা হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে। একপর্যায়ে ডাকাতদল মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে তুলে নিয়ে যায়।
অপহৃতরা হলেন হেলাল উদ্দিন ও মোক্তার আহমদ। দুজনই রামু উপজেলার ঈদগড় পুর্ব হাসনাকাটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে সংঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে আছি। অপহৃতদের উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছ।