১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে রাঙামাটির নানিয়ারচরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার (২ এপ্রিল) সকালে র্যালি বের করে উপজেলা পরিষদের মাঠ প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা করা হয় দিবসটি উপলক্ষে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূয়েন খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অটিজম রোগের লক্ষণ এবং এবং প্রতিকারসহ এই রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে বক্তব্য দেন বক্তারা।