নানিয়ারচর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী এক ছাত্রী দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায়, নানিয়ারচর উপজেলা বিএনপির অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
ছাত্রদল নেতারা জানান, সংগঠনের লক্ষ্য শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা। তারা বলেন, আর্থিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সেদিকে ছাত্রদল সবসময় সজাগ থাকবে।
সহায়তা পাওয়া ছাত্রী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজকের এই সহায়তা আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগাবে।