রাঙামাটির কাপ্তাইয়ে নতুন ভোটারদের ছবিসহ ভোটারতালিকা হালনাগাদের অংশ হিসেবে বায়োমেট্রিক, ছবি তোলা ও তথ্য যাচাই-বাছাই কার্যক্রম গত মঙ্গলবার থেকে ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
এদিকে বুধবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রকৌশলী আব্দুল লতিফ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে এই কার্যক্রম চলবে।