রাঙামাটির কাপ্তাই -আসামবস্তী সড়কে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় সিএনজি যোগে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমনে ঝর্ণা চাকমা এবং সবিতা চাকমা নামে দুই জন মহিলা নিহত হওয়ার ঘটনা এবং ইদানীং ঐ সড়কের হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে সতর্কতামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন বিভাগের পক্ষ হতে কাপ্তাই জাতীয় উদ্যানের সোলার ফেন্সিং কার্যকর করা হয়েছে। এছাড়াও সোলার ফেন্সিং আওতার বাহিরে কাপ্তাই- আসামবস্তি রোডে জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও রাস্তা লিখন করেছে বন বিভাগ। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে হাতি চলাচলে জায়গাগুলোতে সাইনবোর্ড স্থাপন ও সতর্কতামূলক রোডমার্কিং করা হয়। পাশাপাশি কাপ্তাই রেঞ্জ কর্তৃক টহল কার্যক্রম ও জনসাধারণ, পর্যটকদের সতর্ক করে প্রচারণা চালান রেঞ্জ কর্মকর্তা ও সকল কর্মকর্তা, কর্মচারীগণ।


















