জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সম্মাননা সনদ ও পুরস্কারের পাশাপাশি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা সনদ ও পুরস্কার বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও সচিব বিনয় জ্যোতি চাকমাকর তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।
নিয়মিত রাঙামাটি জেলা প্রশাসকের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃআব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং দশ উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব ছাড়াও বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, সচিব নতুন বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মহল্লাদার সুইহলামং মারমা, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মহল্লাদার নিত্যলাল তঞ্চঙ্গ্যাকে সম্মাননা সনদ ও পুরস্কারের পাশাপাশি একমাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।