কাপ্তাই উপজেলায় ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৯০ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
কাপ্তাই উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের অংশহিসেবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কাপ্তাই উপজেলায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করণের জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে কাপ্তাই উপজেলায় ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয় কে মাছের পোনা অবমুক্ত করণের জন্য নির্বাচিত করা হয়।