আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫, শহীদ আব্দুস শুকুর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজিত বিশাল জনসভাকে সফল করতে বাঘাইছড়িতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি) ৩১ নং খেদারমারা ইউনিয়নে এ কর্মসূচি পরিচালিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইউনুছ মানিক, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক আবির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. নুর কবির এবং খেদারমারা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা জনসাধারণকে অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন এবং জনসভাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, এই জনসভা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির চেতনাকে আরো শক্তিশালী করার জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
ছাত্রদল নেতারা আরও বলেন, এ কর্মসূচি শুধু একটি সমাবেশ নয়, এটি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনের অংশ। তাই সকল দেশপ্রেমিক নাগরিক, বিশেষ করে তরুণদের, এই জনসভায় উপস্থিত থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এ লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন এবং অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানান।