রাঙামাটির লংগদু মাইনীমুখ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের ও ঔষুধের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগে সোমবার দুপুর ১২ ঘটিকায় লংগদু উপজেলার একমাত্র বৃহত্তম বাজার মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন-২০০৯ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় অতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালানো হয়। সেই সাথে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় রোধ করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দকরা সহ অন্যান্য বিষয়ে ভোক্তার অধিকার বাস্তবায়নে সরকারী নীতিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ঔষধের ধার্যকৃত মূল্যেরঅধিক মূল্য নেওয়ায় মাইনীমুখ বাজারের মাষ্টার ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক আলাউদ্দিনকে পনের হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ইছামতি স্টোর এর স্বত্বাধিকারী মোঃ ফারুককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সব ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম না নেওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।