সারা দেশের ন্যায় রাঙামাটিতে ও ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের সামনে আজ বুধবার সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট-ইভানি চাকমা, মেডিকেল টেকনোলজিস্ট তাপস বড়ুয়া ও মনিনয়ন চাকমা।
বক্তারা বলেন, আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত রয়েছি যেমন- রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনায় হাসপাতালে সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরীসীম। অথচ দীর্ঘদিন ধরে আমাদের পেশাগত মর্যাদা ও বৈষম্যের বিষয়টি উপেক্ষিত হয়ে আসছে। আমরা কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করে আসছি স্বাস্থ্যখাতকে আরও বিজ্ঞান ভিত্তিক, নিরাপদ ও উন্নত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার জন্য। এই সংগ্রাম আমাদের সম্মিলিত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের সংগ্রাম।
উল্লেখ্য যে, ১০ম গ্রেড বাস্তবায়নের নিমিত্তে গত ৩০-১১-২০২৫ তারিখের কর্মবিরতিতে সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতি এবং স্বতস্ফূর্ত অংশগ্রহন আমাদের সবাই এক হয়ে ঐক্যের জানান দিয়েছি। আজ ০৩-১২-২০২৫ ইং তারিখে সকাল ৮.০০ টা থেকে ১২.০০ পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি অত্যন্ত সুশৃঙ্খল, দৃঢ় ও ঐক্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করা হয়েছে। আমাদেও দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত দাবি আদায়ে আমরা অনড়।


















