রাঙামাটির কাউখালীর সিমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রইশ্যাবিলি উপজাতি পাড়ায় সন্তু লারমার জেএসএস ও প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে বলে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটা থেকে দু’পক্ষের মধ্য অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষ মুখোমুখি অবস্থান করছে বলে জানা গেছে।

বিশ্বস্ত একাধিক জানায়, জেএসএস (সন্তু) সশস্ত্র গ্রুপ কমান্ডার অসীম চাকমা’র নেতৃত্বে ২৫-৩০ জনের সশস্ত্র গ্রুপের সাথে ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র গ্রুপ কমান্ডার তরেন চাকমার নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে তুমুল লড়াইয়ের সময় জেএসএস সন্তু গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। তবে হতাহতের খবর বিশ্বস্ত কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।
ধারনা করা হচ্ছে, রাঙ্গুনিয়ার বানিজ্যিক জোন হিসেবে পরিচিত ইটভাটা পাড়ার দখল এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে দু’পক্ষ এ সংঘর্ষে জড়ায়। রাঙ্গুনিয়ার ব্রিকফিল্ড পাড়া হিসেবে খ্যাত রইশ্যাবিলী ও এর আশপাশের এলাকায় শতাধিক ইটভাটা রয়েছে। যেখান থেকে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো কোটি কোটি টাকা চাঁদাবাজি করে থাকে।
শীত মৌসুমটাই মূলত চাঁদাবাজির মোক্ষম সময় হওয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে প্রায়শই তারা সংঘর্ষে লিপ্ত হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি এপিএম সিফাতুল মাসদার জানান, আমি চট্টগ্রাম আছি। তবে বন্দুক যুদ্ধ বা হতাহতের কোন খবর আমার কাছে নেই। এ ধরণের কোন ঘটনা ঘটেছে কিনা সে তথ্য আমার কাছে নেই।


















