সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির মহালছড়িতে শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহালছড়ির বাবুপাড়ায় ফলক উম্মোচন করে ভবনের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল শাহরিয়ার শাফকাত, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিদ্যালয়ের ভূমিদাতা- শিক্ষাবিদ শাজাহান পাটোয়ারী প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বিদ্যালয়ের জন্য নগদ ৩ লাখ টাকার অনুদান দেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।
এদিকে সেনাবাহিনীর মহালছড়ি জোনের পক্ষ থেকে উপজেলার শতাধিক অসহায় দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা ও খেলা সামগ্রী।