রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা হতে ১৩ বিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ নেন।
তাঁরা ভাষা, সাহিত্য, বিজ্ঞান, গনিত, কম্পিউটার ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধিতা করেন।