বান্দরবান জেলার নতুন পুলিশ সুপার হিসাবেতা তারিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
খুলনার সন্তান মোঃ তারিকুল ইসলাম তারিক ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি কক্সবাজারে অবস্থিত ১৬তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর নতুন অধিনায়ক হিসেবে হিসাবে কর্মরত আছেন।
আজ বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, বান্দরবান জেলায় প্রথম নারী পুলিশ সুপার বেগম জেরিন আখতার গত ২ বছর সুনামের সাথে বান্দরবান জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।