জনগণের ইচ্ছা, চাহিদা ও অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড়। জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে। তবে সরকার একটি নির্ধারিত রোড়ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়রের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২০ এপ্রিল) রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যেহেতু এদেশে আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি তাই সমস্থ রাজনৈতিক পার্টি তাদের মতামত দিতে পারে। তবে মতামত আসলে আমরা যেহেতু রোড় ম্যাপ নিয়ে এগুচ্ছি সেহেতু জনগণের চাহিদা যে দিকে হবে সরকার সে দিকে এগুবে।
এর আগে তিনি পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত সীরাত সম্মেলন প্রধান অতিথি হিসেবে যোগদেন। এসময় পার্বত্য চট্রগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা শরীয়ত উল্লাহ:র সভাপতিত্বে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবু তাহের নদভী, আলহাজ মাওলানা সালাহউদ্দিন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাইন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মাওলানা হেলাল উদ্দিন বিন জমির সহ বিভিন্ন ওয়ালাম।