নানিয়ারচরে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে তরুণদের পড়াশোনায় মনোযোগী হতে এবং সমাজে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল আকাশ। এতে বক্তব্যে দেয় বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু জাফর।
কর্মসূচি পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ সর্দার। এছাড়া উপজেলা যুবদল, শ্রমিক দল ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।


















