বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ( বৃহস্পতিবার) বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন মহিলা দল সভাপতি জাকেরা বেগমের সভাপতিত্বে, সদস্য সচিব সুমা আক্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
বিশেষ অতিথিদের মধ্যে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও উপজেলা মহিলা দলের আহ্বায়ক খুরশিদা আক্তার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় যুবদল, ছাত্র দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।