মঙ্গলবার, মার্চ ২১News That Matters

সেনাবাহিনী সর্বদা পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে

শেয়ার করুন:

রাঙামাটির নানিয়ারচরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সেনাবাহিনী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ (শুক্রবার) নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে সকাল হতে বিকেল পর্যন্ত দিনব্যাপী নানিয়ারচর জোন সুদক্ষ দশের এই মেডিকেল ক্যাম্পটিতে ব্লাড গ্রুপ ও চক্ষু চিকিৎসায় সহায়তা করে লাইয়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব।

এসময়ে নানিয়ারচর জোন কমান্ডার লে: কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন পিএসসি বলেন ,সেনাবাহিনী সর্বদা জনমানুষের কল্যানে কাজ করে যাচ্ছে এবং পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে। এই জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ চক্ষু শিবিরে ২০০ জন চক্ষু রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এতে ৫৮ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও ১৫ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ১০ জন বাছাইকৃত রোগীকে অত্যন্ত স্বল্পমুল্যে চোখের ছানি ও নেত্রনালি অপারেশনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *