রাঙামাটি শহরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বনরুপাস্থ বিএম শপিংমল-২ এর দ্বিতীয় তলায় ভয়াবহ চুরিসং ঘঠিত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে শপিংমল -২ এর দ্বিতীয় তলায় ২টি মোবাইল ফোন দোকানে চোর চক্রের সিন্ডিকেটরা ৭০-৮০ বিদেশি ব্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একইসাথে নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র। এতে প্রায় ২৫-২৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি দোকান মালিকদের।
শনিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স-২ এর দ্বিতীয় তলায় অবস্থিত ফিক্সেল গ্যালারি ও নিউমিউ নামের দুই দোকানে চুরির ঘটনা ঘটে।
মোবাইল দোকান মালিক মোঃ তাহের বলেন, রাঙামাটি শহরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্সে-২ এর দ্বিতীয় তলায় সকাল ৮টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে। আমি সকালে এসে দেখি দোকানের সার্টার খোলা এবং তালা ভাঙ্গা। তখন বিষয়টি আমি কোতোয়ালী থানায় অবগত করি। পরে পুলিশ এসে সরেজমিনে তদন্ত করে দেখেন। একইভাবে নিউমিউ নামের মোবাইল দোকানে ও চুরি করেছে চোরের দল। দুই দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ২৫ -২৬ লাখ টাকার মোবাইল চুরি করা হয়েছে। আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে চোরের দল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সাথে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোর সনাক্তের পক্রিয়া চলছে। এব্যাপারে চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।