হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষ্যে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ মহোদয়।
পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় পূজামন্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ফুলের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তারা পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, ৩৮ আনসার ব্যাটালিযন কমান্ডার মামুন মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক কুশল চৌধুরী, বিভিন্ন মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মহোদয় লংগদু থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় লংগদু থানায় পৌঁছালে লংগদু থানার অফিসার ইনচার্জ ফুলেল শুভেচ্ছা জানান এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় তিনি থানা এলাকা ঘুরে দেখেন। থানার অস্ত্রাগার, মালখানা, ফোর্সের আবাসন ব্যবস্থা এবং থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে তিনি থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরে তিনি থানায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সদস্যদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।