রাঙামাটি মেডিকেল কলেজের মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১১টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমবিবিএস ১ম বর্ষ(১১তমব্যাচ)এর ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্বোধনী ক্লাস এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নিজ নিজ পবিত্র ধর্মগ্রস্থ পাঠের মাধ্যমে ১১তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ডাক্তার মোছাঃ কোহিনুর পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, ফেইজ কো-অর্ডিনেটর ডাঃ মোঃ
মিজানুর রহমান। বক্তব্য রাখেন – ১১তম ব্যাচের নতুন এমবিবিএস শিক্ষার্থী আফরিন হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ ইউছুফ। আরো বক্তব্য রাখেন, অত্র মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাঃ আবদুস সালাম, মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ সোমেন সরকার ও মেডিকেল সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল হকসহ আরো।
বক্তারা বলেন, আজকে যে সকল শিক্ষার্থী এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছ। সত্যি তোমরা সৌভাগ্যবান। সাথে সাথে তোমাদের অভিভাবকদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমারদের পেছন থেকে শ্রম দেওয়ার কারনে আজ তোমরা মেডিকেলে ভর্তি হতে পেরেছ। এখন থেকে আগামী ৫বছর তোমরা প্রচুর লেখা পড়া করে তোমাদের সফলতা অর্জনের মাধ্যমে দেশের চিকিৎসাসেবায় বিশাল অবদান রাখবে এই প্রত্যাশা করছি।
দেশে যে কয়টি মেডিকেল কলেজ আছে তার চেয়ে রাঙামাটি
মেডিকেল কলেজ লেখা পড়ায় কোন অংশে কম নয়। তোমরা ১১তম ব্যাচ, বিগত দিনে যে সকল ব্যাচ রাঙামাটি মেডিকেল কলেজ হতে অনেক ভাল ফলাফল করে সুনামের সহিত পাশ
করে বের হয়ে গেছে। রাঙামাটি মেডিকেল কলেজে পড়া লেখা ছাড়া আর বিকল্প পথ নেই। লেখা পড়া করলে অবশ্যই ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করবে।